আখাউড়া রেলওয়ে জংশন লোকোশেড সূত্র জানায়, বেলা ১১টার আগেই দু’টি লোকোমোটিভ আনা হয়। ঠিক ১১টার সময় টানা ৩০ সেকেন্ড হর্ণ বাজিয়ে প্রতিবাদ জানানো হয়। এ সময় লোকোমোটিভে সহকারি পরিচালক বিপ্লব চৌধুরী, সহকারি চালক বেলায়েত হোসেন, সহকারি চালক এস আর মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৫,/রাত ১১:৫০