এম এ রহিম চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায় রিক্তা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে নৃশংসভাবে গলাকেটে হত্যা করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের ঢেকিপোতা মশ্যমপুর গ্রামে এ মর্মান্তিক হত্যার ঘটনা ঘটে। চৌগাছা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। নিহত রিক্তা বেগম মশ্যমপুর গ্রামের রোকনুজ্জামানের দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর থেকেই রোকনুজ্জামান, তার প্রথম স্ত্রী বিলকিছ বেগম ও তাদের সন্তানরা পলাতক রয়েছেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রিক্তা বেগম আগে পার্শ্ববর্তী গদাধরপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আজিজুর রহমানের স্ত্রী ছিলেন। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছয় মাস আগে চার সন্তানের জনক ও ট্রাকচালক রোকনুজ্জামানের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে তারা বিয়ে করেন। এরপর থেকে রোকন একইসঙ্গে দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করছিলেন। দ্বিতীয় স্ত্রী রিক্তার জন্য পৃথক একটি বাড়িও নির্মাণাধীন কাজ চলছে।
ঘটনার দিন সকালে বাড়ির সবাই নিজ নিজ কাজে বেরিয়ে যায়। সকাল ৯টার দিকে এক প্রতিবেশী রিক্তার বাড়িতে যায়। এ সময় তিনি দেখেন ঘরের বারান্দায় রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ পড়ে রয়েছে। পাশেই ছিল ভেজা কাপড়, যা থেকে ধারণা করা হচ্ছে, তিনি গোসল শেষে বারান্দায় এসেই হামলার শিকার হন। তার চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “ঘটনার তদন্ত চলছে। দোষীদের শনাক্তে পুলিশ ও পিবিআই যৌথভাবে কাজ করছেন। উল্লেখ্য, নিহত রোকনুজ্জামানের পিতা বশির উদ্দীনও ২০০১ সালের ২২ মার্চ খুন হন।
কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৫,/রাত ১০:৪৪