 
																
								
                                    
									
                                 
							
							 
                    মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ মহিলা কলেজের শিক্ষকরা ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন ও গাজায় গণহত্যা এবং যুদ্ধ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে। ৭ এপ্রিল সোমবার বেলা ১২টায় মহিলা কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এ.এল.এম ইকবাল হোসাইন ইনকিলাবী, সহকারী অধ্যাপক যথাক্রমে মোঃ আতিউর রহমান, সুকমল রায়, কুশল রায়, জেষ্ঠ্য প্রভাষক আহসান হাবিব, মোছাঃ জেবুন নাহার পিয়া, মোঃ বেনজির আহমেদ, প্রভাষক মোঃ হামিদুল ইসলাম প্রমুখ। এসময় সেতাবগঞ্জ মহিলা কলেজের সকল শিক্ষক/শিক্ষিকাসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের মুসলমানরা প্রতিনিয়ত ইসরায়েলি দখলদারদের আগ্রাসনের স্বীকার হচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের হাত থেকে শিশু, বয়স্ক, নারী, পুরুষ কেউ-ই রেহাই পাচ্ছেনা। সেখানে মুসলমানদের উপর চলছে ইসরায়েলি বরবরতা।
এ পর্যন্ত ইসরায়েলি দখলদার বাহিনী ৫০ হাজারের অধিক নিরহ জনগণকে হত্যা করেছে। এই দখলদারদের বিরুদ্ধে কি বলব, আমরা ভাষা হারিয়ে ফেলেছি। গণহত্যা কোন ভাবেই কাম্য নয়। আমরা এর প্রতিবাদ করব। সর্বপুরি জাতি সংঘকে বলব, ওয়াইসিকে বলব, বিশ^ মোড়ল আমেরিকাকে বলল এবং মুসলিম বিশে^ যারা নেতৃত্ব স্থানে রয়েছেন তাদের বলব এই মুহুর্ত থেকে যুদ্ধ বন্ধ করা হইক । আমরা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সেতাবগঞ্জ মহিলা কলেজের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও সেতাবগঞ্জের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ক্যাপশনঃ- দিনাজপুরের সেতাবগঞ্জ মহিলা কলেজের শিক্ষকরা সোমবার ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন এবং যুদ্ধ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে।
কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৫,/দুপুর ১২:১৫