 
																
								
                                    
									
                                 
							
							 
                    ডেস্ক নিউজ : ঈদযাত্রায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ফারুক বলেন, আহতদের চিকিৎসা ডাক্তারদের পরামর্শেই হবে। এখান থেকে যদি উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে হয়, সেটাও চিকিৎসকদের পরামর্শ মতে করা হবে। উন্নত চিকিৎসার জন্য যদি বাইরে কোথাও নিতে হয় সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
এ সময় উপদেষ্টার সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এবং উপপরিচালক ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৫,/রাত ৯:৩৯