 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্পোর্টস ডেস্ক : দুই বছর আগে তার ঘর ভেঙেছে। বাঙালি স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর শিখর ধাওয়ানের জীবনে এসেছে নতুন প্রেম। ধাওয়ান যাকে ধাওয়া করছেন সেই নারীর নাম সোফি শাইন। জাতিতে আইরিশ।
 এই সাবেক ভারতীয় ব্যাটসম্যান বলেন, ‘আমি আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। থেমে থাকতে চাই না। আমি ওর নাম বলব না। আমার সঙ্গে সবচেয়ে সুন্দরী সে মহিলা ছিল, সে-ই এখন আমার বান্ধবী।’ ধাওয়ানের সাবেক স্ত্রী আয়েশা মুখার্জি অস্ট্রেলিয়া প্রবাসী। তাদের ১১ বছরের ছেলে জোরাবর মায়ের সঙ্গে থাকে।
এই সাবেক ভারতীয় ব্যাটসম্যান বলেন, ‘আমি আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। থেমে থাকতে চাই না। আমি ওর নাম বলব না। আমার সঙ্গে সবচেয়ে সুন্দরী সে মহিলা ছিল, সে-ই এখন আমার বান্ধবী।’ ধাওয়ানের সাবেক স্ত্রী আয়েশা মুখার্জি অস্ট্রেলিয়া প্রবাসী। তাদের ১১ বছরের ছেলে জোরাবর মায়ের সঙ্গে থাকে।
কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৩৩