স্পোর্টস ডেস্ক : আইপিএলে প্রথম জয়ের খোঁজে আজ মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। আইপিএলের প্রথম ম্যাচে জয় পায়নি কোন দলই। রয়ের চালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ঘরের মাঠে হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হেরেছে রাজস্থান রয়্যালসকে।
আজ বুধবার দিনের একমাত্র ম্যাচে গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়াম দুই দলই জয়ের লক্ষ্যে মুখোমুখি হবে। দুই দলে রয়েছে অনেক মারকুটে ব্যাটার। তাই হাইস্কোরিং ম্যাচ দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা।
কলকাতার হয়ে ভালো ছন্দে রয়েছেন ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে ও সুনীল নারিন। প্রথম ম্যাচে ভালো খেলেছেন তরুণ ক্রিকেটার অংকৃষ রঘুবংশী। তবে রাসেল, রিঙ্কুদের ব্যর্থতা চাপে রাখছে কেকেআরকে। বল হাতেও সেভাবে জ্বলে উঠতে পারেননি স্পিনাররা।
অপরদিকে, রাজস্থানের হয়ে ব্যাটার হিসেবে প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করছেন সঞ্জু স্যামসন। বড় ইনিংস খেলেছেন ধ্রুব জুরেল ও সিমরন হেটমেয়ের। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে রানের গতি বাড়াতে পারেন শুভম দুবেও। তাই উপভোগ্য ম্যাচ হবে বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
কলকাতার সম্ভাব্য একাদশ
কুইন্টন ডি কক, সুনীল নারিন, অংকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার,আজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, স্পেন্সার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
রাজস্থানের সম্ভাব্য একাদশ
যশস্বী জয়সোয়াল, সঞ্জু স্যামসন, শুভম দুবে, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, সিমরন হেটমেয়ের, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা
কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৫,/বিকাল ৪:১৭