জালাল আহমদ,ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের উদ্যোগে ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল ২২ মার্চ অমর একুশে হলে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অমর একুশে হল ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আর রিয়াদ এবং সঞ্চালনা করেন অমর একুশে হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান বাপ্পি ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, হলের সাবেক প্রাধ্যক্ষ ড. আখতার হোসেন খান এবং বর্তমান প্রাধ্যক্ষ ড. ইসতিয়াক এম সৈয়দ প্রমুখ।
অনুষ্ঠানের শ্লোগান ছিল ‘সবার আগে অমর একুশে হল পরিবার,ভালোবাসার টানে মিলবো হেথা বারংবার’ ।এতে হল শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ ও বর্তমান নেতৃবৃন্দের সাথে হলের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/রাত ৮:১৪