সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

গাজায় ইসরাইলি হামলায় দুদিনে নিহত ১৩০

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরাইলি বাহিনী গাজায় হামলা চালিয়ে মাত্র দুই দিনে ১৩০ জনকে হত্যা করেছে। অন্যদিকে দক্ষিণ লেবাননেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

লেবাননের নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে এবং হতাহতের সংখ্যা বাড়ছে।

হামাস ও হিজবুল্লাহর প্রতিরোধের পরিপ্রেক্ষিতে ইসরাইল সম্প্রতি লেবাননে হামলা তীব্র করেছে। এ অবস্থায় এখন হিজবুল্লাহর পক্ষ থেকে পাল্টা হামলার আশঙ্কা করা হচ্ছে।

গাজায় গণহত্যা: ৪৮ ঘণ্টায় ১৩০ নিহত

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি বিমান ও কামান হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরাইলি বাহিনী গাজার হাসপাতাল, আশ্রয়কেন্দ্র ও বেসামরিক এলাকাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

বিশ্বের প্রতিক্রিয়া

জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরাইলের এই আক্রমণকে ‘গণহত্যার শামিল’ বলে আখ্যায়িত করেছে।

পাশাপাশি ইসরাইলের এই হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

এহেন অবস্থায় ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে এ অঞ্চলে সংঘাত আরও তীব্র হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit