স্পোর্টস ডেস্ক : গেল জুলাইয়ে কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে আর্জেন্টিনা। সে ম্যাচের পর পেরিয়ে গেছে প্রায় আট মাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার সে জয়ের সামনে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছেন কলম্বিয়ার তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ।
রদ্রিগেজের এমন অভিযোগ নিয়ে কনমেবল, রেফারি ক্লস বা আর্জেন্টিনার কোনো ফুটবলার এখনো কোনো মন্তব্য করেননি। প্রসঙ্গত, টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া গেল বছরত কোপা ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ গোলশূন্য ড্র থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অবশেষে ১১২ মিনিটে ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজের পা থেকে জয়সূচক গোলটি পায় আর্জেন্টিনা।
কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৫,/রাত ১২:০০