আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কঠোর প্রতিরোধের মুখে পড়বে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী এবং এই অঞ্চলে মোতায়েন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে।
আব্দুল মালিক আল-হুথি বলেন, ‘আমরা অবশ্যই মার্কিন ও ইসরইলি নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহর ইচ্ছায় মার্কিন আগ্রাসন ব্যর্থ হবে এবং তাদের লক্ষ্য অর্জিত হবে না’। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, ‘মার্কিন আগ্রাসনের কারণে আমাদের জনগণ এবং দেশ নিজেদের অবস্থান বা সিদ্ধান্ত থেকে পিছু হটবে না। কারণ এটি একটি মৌলিক অবস্থান’।
তিনি বলেন, ‘মার্কিন আগ্রাসন বরং ইয়েমেনের সক্ষমতা আরও উন্নত করতে অবদান রাখবে এবং আমরা উত্তেজনা দিয়ে উত্তেজনার মোকাবিলা করব’। আল-হুথি আরও বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী মার্কিন আগ্রাসনের জবাব দিতে শুরু করেছে, যা আমাদের পছন্দ, আমাদের সিদ্ধান্ত এবং আমাদের দিকনির্দেশনা’। সূত্র: মেহের নিউজ
কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৫,/বিকাল ৪:৩৮