স্পোর্টস ডেস্ক : রোববার (১৬ মার্চ) ওয়েম্বলি স্টেডিয়ামে ইএফএল কাপের ফাইনালে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। নিউক্যাসলের পক্ষে ড্যান বার্ন এবং অ্যালেক্সান্ডার ইসাক গোল করেন। লিভারপুলের পক্ষে একটি গোল শোধ করেন ফেদারিকো চিয়েসা।
মাত্র এক সপ্তাহের মধ্যে দুটি শিরোপার লড়াই থেকে বাদ পরল লিভারপুল। তবে প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তোলার লড়াইয়ে এখনও অপ্রতিদ্বন্দ্বী অলরেডরা। গত মৌসুমের শেষে আর্নে স্লট লিভারপুলের দায়িত্ব নেয়ার পর এটিই লিভারপুলের প্রথম ফাইনাল ছিল। তাতে পরাজয়ের স্বাদই পেতে হলো এই ডাচ কোচকে।
অন্যদিকে নিউক্যাসল ইউনাইটেড দীর্ঘদিন থেকেই ভুগছিল শিরোপাখরায়। ১৯৬৯ সালে জেতা ফায়ার্স কাপই ছিল তাদের শেষ শিরোপা। ঘরোয়া ফুটবলে উল্লেখযোগ্য শিরোপা তো জিতেছিল তারও আগে। ১৯৫৫ সালে এফএ কাপ জিতেছিল ম্যাগপাইরা।
দুই বছর আগেও ইএফএল কাপের ফাইনালে উঠেছিল নিউক্যাসল ইউনাইটেড। কিন্তু সে দফায় ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। এবার আর হতাশ হতে হয়নি।
ওয়েম্বলি স্টেডিয়ামে শুধু বলের দখলেই এগিয়ে ছিল লিভারপুল। কিন্তু স্পষ্টতই অলরেডদের খেলায় ক্লান্তির ছাপ বোঝা গেছে। পিএসজির কাছে হারের হতাশাও এখনও কাটিয়ে উঠতে পারেননি সালাহ-অ্যালিসনরা।
গোলে শট নেয়ার ক্ষেত্রে যোজন যোজন ব্যবধানে এগিয়ে ছিল নিউক্যাসল। ম্যাগপাইরা ১৭টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পেরেছে। অন্যদিকে অলরেডরা ৭টি শট নিয়ে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে।
প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে লিড পায় নিউক্যাসল। কিয়েরান ট্রিপিয়েরের পাস থেকে গোল করে ম্যাগপাইদের এগিয়ে দেন ডিফেন্ডার ড্যান বার্ন। এই লিড ধরে রেখেই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধেও গোল পেতে খুব বেশি সময় লাগেনি ম্যাগপাইদের। এবার মারফির পাস থেকে গোল করেন দারুণ ফর্মে থাকা অ্যালেক্সান্ডার ইসাক। চলতি মৌসুমে সব মিলিয়ে ৩৬ ম্যাচে ২৩ গোল করলেন এই সুইডিশ স্ট্রাইকার।
ম্যাচের যোগ করা সময়ে একটি গোল করে ম্যাচে কিছুটা উত্তেজনা জাগান বদলি নামা ফেদারিকো চিয়েসা। আরেক বদলি খেলোয়াড় হার্ভি ইলিয়টের পাস থেকে গোল করেন তিনি। তবে এই গোলে শুধু হারের ব্যবধানই কমেছে।
কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৫,/বিকাল ৩:৩৩