শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
২২ রানে ৭ উইকেট হারিয়ে ভারতের কাছে বাংলাদেশের অবিশ্বাস্য হার চৌগাছার সাংবাদিক লাবলুর রহমানের পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন বাংলাদেশ আন্ত:জিলা কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়নের দোয়া মিলাদ  ভারতের অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক না করার ব্যাখ্যা দিলো বিসিবি গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি : রিজভী ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা ‘বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে’ ‘ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে’ তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২১৭

চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় দখল করে চাষাবাদের অভিযোগ

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১২৯ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় দখল করে চাষাবাদ চালিয়ে যাচ্ছেন আনিছুর রহমান ওরফে ড্যানি আনিছ নামে এক ব্যক্তি। অভিযোগ উঠেছে, তিনি আনুমানিক তিন বিঘার বেশি জায়গা অবৈধভাবে দখল করে সেখানে ধান চাষের পাশাপাশি লাউ, কলাসহ বিভিন্ন সবজি চাষ করছেন। শুক্রবার (১৪ মার্চ) সরেজমিনে নদের চৌগাছা মাছবাজার এলাকায় গিয়ে এ তথ্যের সত্যতা পাওয়া যায়। দেখা গেছে পৌর শহরের কপোতাক্ষ ব্রীজের দক্ষিণ পাশে বাবু ঘাট এলাকায় নদের পাড়ে ধানসহ বিভিন্ন ফসলের আবাদকরা হয়েছে। এলাকাবাসী ও নদের পাড়ে বসবাসকারী সামাউল হোসেন ও জহির হোসেন জানান, দীর্ঘদিন ধরে আনিছুর রহমান নদের পাড়ের এই জমি দখল করে রেখেছেন। এতে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ ও নদীতে কাজ করা ব্যক্তিরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সরকারি ভাবে খনন করা নদের পাড় কেটে সমতল করায় মাটি নদের গর্বে চলে যাচ্ছে। ফলে কোটি কাটা ব্যায়ে খনন করা নদ আবারো পলি জমে ভরাট হতে বসেছে। এতে নদের পানি স্বাভাবিক চলা চলে বিঘœ হচ্ছে। শুধু দখল নয়। স্থানীয়দের দাবি, আশপাশের বস্তিবাসীদের কেউ নদের এ লাকায় গোসল করতেও নামতে পারছেন না। তারা নামতে গেলে তাদের সঙ্গে আনিছুর রহমান খারাপ আচরণ করেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, ্য়ঁড়ঃ;নদীর জায়গা দখল করে তিনি নিজের খেয়ালখুশি মতো ব্যবহার করছেন। কেউ কিছু বলতে গেলে উল্টো গালিগালাজ করেন। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।্য়ঁড়ঃ; নদ পাড়ের এই জায়গা দখলমুক্ত করার দাবি তুলেছেন এলাকাবাসী। তারা স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে কপোতাক্ষ নদ ও এর আশপাশের পরিবেশ রক্ষায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত আনিছুর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে ঘটনা স্বীকার করে তিনি বলেন, ্য়ঁড়ঃ;খালি জায়গা পড়ে থাকার কারণে আমি সেখানে ধান চাষ করছি। তবে যদি ভবিষ্যতে প্রশাসন নদের পাড় পরিষ্কার করার উদ্যোগ নেয়, তাহলে আমি চাষ বন্ধ করে দেব। এ জায়গাটি তো আর আমার বাপের স¤পত্তি নয়।্য়ঁড়ঃ; চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৫,/রাত ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit