 
																
								
                                    
									
                                 
							
							 
                    মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা : শার্শা উপজেলার উলাশী বিএনপি’র উদ্যেগে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম’র সহধর্মিনী ও কেন্দ্রীয় বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ ইসলাম অমিত’র আম্মা, যশোর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শুকরিয়র ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রুবার জুম্মা নামাজের পর উলাশী’র ১ নং ওয়ার্ড গিলাপোল জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অধ্যাপক নার্গিস বেগম কে কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় আগামীর দেশ নায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শার্শা উপজেলা ও উলাশী বিএনপি’র পক্ষ থেকে কৃজ্ঞতা প্রাকাশ করা হয়।
দোয়া অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম’র রুহের মাগফিরাত কামনা করা দোয়া করা হয়। এছাড়া সাবেক সফল প্রধান মন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেও দোয়া করা হয়।দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’ন যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনি, উলাশী ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ তৈয়ব আলী, বিএনপি নেতা শরিফুল ইসলাম মুকুল, গোলাম হোসেনসহ মুসল্লিবৃন্দ। দোয়া পরিচালনা করেন গিলাপোল জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ তাহাজ্জত হুসাইন।
কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৫,/বিকাল ৪:৩৭