এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলার পুড়াপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আব্দুল হান্নান (৫২) ও মনিরুল ইসলাম (৫৪)-কে কারাদণ্ড এবং জরিমানা করেছেন।অভিযানটি পরিচালনা করেন চৌগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান।বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১২ টায় পুড়াপাড়া খালপাড়ার আব্দুর রহমানের ছেলে আব্দুল হান্নান এর কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। হান্নান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অপরদিকে, চৌগাছা পৌর কাঁচা বাজারের পাশ থেকে হাজরাখানার আব্দুর রহিমের ছেলে মনিরুল ইসলাম এর কাছ থেকে ৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৫ ধারা অনুযায়ী বিচার করেন। এতে হান্নান ও মনিরুল ইসলামকে ৭ দিন কারাদণ্ড দেওয়া হয়। সেই সাথে তাদের ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সাইদুর রহমান, এএসআই বিপ্লব চক্রবর্তী, গোলদার রহমান, এবং ভূমি অফিসের পেশকার জুবায়ের আহমেদ।প্রসহকারী কমিশনার ( ভুমি) তাসমিন জাহান জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৫,/দুপুর ২:৪৭