আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, দিল্লি-এনসিআর থেকে সমগ্র উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। টানা বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত। সর্বভারতীয় আবহাওয়া দফতর আইএমডি দুটি ঘূর্ণাবর্তের সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতরের সবশেষ আপডেট অনুসারে, ইরাকে উৎপন্ন একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে ভারতের উত্তরাঞ্চলীয় পাহাড়ি রাজ্যগুলোর দিকে এগোবে। যার ফলে উত্তর ভারতে বৃষ্টিপাত হবে। যদি এই ঘূর্ণাবর্ত থেকে কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়, তখন তার নামকরণ হতে পারে।
অন্যদিকে আরও একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশে তৈরি হচ্ছে বলে জানা আইএমডি। এর ফলে আগামী ৫ দিন পূর্ব এবং উত্তর-পূর্ব রাজ্যগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া দফতর জানাচ্ছে, দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে ১৫ মার্চ পর্যন্ত দেশটির বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুসারে, ১০ থেকে ১৫ মার্চ জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টি হতে পারে। ১৫ মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত এবং পাহাড়ে ভারি তুষারপাতও হতে পারে।
সেই সঙ্গে আবহাওয়া দফতরের মতে, পাঞ্জাব এবং হরিয়ানার আশপাশের অঞ্চলে বজ্রপাত ও বৃষ্টিপাত হতে পারে। ১২ ও ১৩ মার্চ পাঞ্জাব ও হরিয়ানায় এবং ১৩ থেকে ১৫ মার্চ রাজস্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু উপকূল এলাকায়। এর ফলে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলোতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ুর ৪টি দক্ষিণ জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক আবহাওয়া দফতর থেকে এ জন্য একটি সতর্কতা জারি করা হয়েছে।
সূত্র: এবিপি
কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৫,/রাত ১০:১৯