আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাতভর হামলার জবাব হিসেবে এবার রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো।
এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি পৃথক বিবৃতিতে দাবি করেছে, তাদের বাহিনী সারা রাতজুড়ে ইউক্রেনের ৩১টি ড্রোন ভূপাতিত করেছে। তবে এগুলোর কারণে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখনো পর্যন্ত ইউক্রেন এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। পাশাপাশি চলমান যুদ্ধের কারণে স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা কঠিন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের।
কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫৫