চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি ভ্রমণ নিউজিল্যান্ডের, ভারতের কত?
Reporter Name
Update Time :
শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
৫৭
Time View
স্পোর্টস ডেস্ক : ‘রেডিট পেজ আর ক্রিকেট’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে টুর্নামেন্ট চলাকালীন প্রতিটি দলের ভ্রমণের পরিমাণ উল্লেখ করা হয়েছে। সেখানে দেখা যায়, সব ম্যাচ দুবাইয়ে খেলা ভারতের ভ্রমণ ০ কিলোমিটার। অন্যদিকে সবচেয়ে বেশি ভ্রমণ-ঝক্কি সামলাতে হয়েছে ফাইনালে ওঠা নিউজিল্যান্ডকে। টুর্নামেন্ট জুড়ে তাদের ভ্রমণ করতে হেরেছে ৭০৪৮ কিলোমিটার পথ।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানও ৩,১০০ কিলোমিটারের বেশি ভ্রমণ করেছে। এছাড়া, অস্ট্রেলিয়াকেও গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগে ২,৫০০ কিলোমিটারের বেশি ভ্রমণ করতে হয়েছে। বাংলাদেশ ভ্রমণ করেছে ১,৯৫৩ কিলোমিটার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি ভ্রমণ করেছে নিউজিল্যান্ড।
দলের বারবার ভ্রমণের কারণে ক্ষোভ প্রকাশ করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এছাড়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের খেলোয়াড়রাও ঘন ঘন ভ্রমণের কারণে হতাশা প্রকাশ করেছেন।
বারবার ভ্রমণ কেবল খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলে না, বরং লজিস্টিক ও নিরাপত্তা জটিলতাও সৃষ্টি করে। বিভিন্ন পিচ, আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে খেলোয়াড়দের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে।
আগামী ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে হারলেও ফাইনালে যেকোনো কিছু হতে পারে বলে মনে করেন কিউই ব্যাটসম্যান কেইন উইলিয়ামসন।