শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী বৈদ্যুতিক শক দেয়ার সরঞ্জাম নিয়ন্ত্রণের আহ্বান অ্যামনেস্টির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (৬ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে লন্ডনভিত্তিক সংস্থাটি জানিয়েছে, চীন, ভেনেজুয়েলা ও ইরানসহ বিভিন্ন দেশে আইন প্রয়োগকারী সংস্থা নাগরিকদের নির্যাতন ও দুর্ব্যবহারের জন্য ‘সহজাতভাবে নির্যাতনমূলক’ এসব সরঞ্জাম ব্যবহার করছে।

সংস্থাটি আরও জানিয়েছে, কারাগার, মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠান, অভিবাসী ও শরণার্থী ডিটেনশন সেন্টারসহ বিভিন্ন ডিটেনশন সেন্টারে বৈদ্যুতিক শক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
 
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৪০ টিরও বেশি দেশে পরিচালিত গবেষণার উপর ভিত্তি করে ‘আই কান্ট স্লিপ অ্যাট নাইট: দ্য গ্লোবাল অ্যাবিউজ অব ইলেক্ট্রিক শক ইক্যুপমেন্ট’ শীর্ষক প্রতিবেদন তৈরি করেছে। 
 
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সামরিক, নিরাপত্তা ও পুলিশিং ইস্যু গবেষক প্যাট্রিক উইলকেন বলেন, সরাসরি বৈদ্যুতিক শক সরঞ্জাম গুরুতর যন্ত্রণা, দীর্ঘস্থায়ী শারীরিক অক্ষমতা ও মানসিক যন্ত্রণার কারণ হতে পারে। দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে মৃত্যুও হতে পারে।
 
গবেষণায় দেখা গেছে, প্রজেক্টাইল ইলেকট্রিক শক ওয়েপনস (পিইএসডব্লিউ) ক্রমবর্ধমান ব্যবহার নির্যাতিত ব্যক্তিকে নিশ্চল করে দিতে পারে। প্রতিবেদন অনুসারে, পিইএসডব্লিউ কখনও কখনও আইন প্রয়োগকারী সংস্থায় বৈধ ভূমিকা পালন করতে পারে। তবে প্রায়শই এর অপব্যবহার করা হয়, যার মধ্যে ‘অপ্রয়োজনীয় ও বৈষম্যমূলক ব্যবহার’ এর অন্তর্ভুক্ত।
 
উইলকেন বলেন, সরাসরি স্পর্শ করে এমন বৈদ্যুতিক শক সরঞ্জাম অবিলম্বে নিষিদ্ধ করা উচিত এবং পিইএসডব্লিউ কঠোর মানবাধিকার-ভিত্তিক বাণিজ্য নিয়ন্ত্রণের আওতায় আনা উচিত। মানবাধিকারের স্পষ্ট ঝুঁকি থাকা সত্ত্বেও বৈদ্যুতিক শক সরঞ্জামের উৎপাদন ও ব্যবসা নিয়ন্ত্রণের জন্য বিশ্বব্যাপী কোনো প্রবিধান নেই। এই স্পষ্টতার অভাব আরও বেড়ে যায় যখন পিইএসডব্লিউ নির্যাতন ও অন্যান্য দুর্ব্যবহারের জন্য ব্যবহৃত হয়।
 
অ্যামনেস্টির মতে, পিইএসডব্লিউ’র আঘাত মাথার খুলি, চোখ, অভ্যন্তরীণ অঙ্গ ও অণ্ডকোষে প্রবেশ করে মারত্মক ক্ষত সৃষ্টি এবং সেইসঙ্গে পোড়া, খিঁচুনি, অ্যারিথমিয়া, অথবা অনিয়মিত হৃদস্পন্দনের মত সমস্যা তৈরি করে।
 
উইলকেন বলেন, প্রাথমিক ও গৌণ আঘাতের উচ্চ ঝুঁকির কারণে পিইএসডব্লিউর ব্যবহার একটি উচ্চ সীমায় স্থাপন করা উচিত। এই সরঞ্জাম কেবল জীবনের জন্য হুমকি বা গুরুতর আঘাতের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ব্যবহার করা উচিত। গবেষণায় দেখা গেছে, চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে কমপক্ষে ১৯৭টি কোম্পানি আইন প্রয়োগকারী সংস্থার জন্য সরাসরি বৈদ্যুতিক শক সরঞ্জাম তৈরির সঙ্গে জড়িত।
 
যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি অ্যাক্সন এন্টারপ্রাইজ জানিয়েছে, পিইএসডব্লিউর ক্ষেত্রে তাদের টিএএসইআর মডেলগুলো সর্বাধিক ব্যবহৃত হয়। বিশ্বের ৮০টিরও বেশি দেশে ১৮ হাজারেরও বেশি আইন প্রয়োগকারী সংস্থা এগুলো ব্যবহার করে।
 
বিশ্বব্যাপী ৮০টিরও বেশি সংস্থার নেটওয়ার্ক সমর্থিত অ্যামনেস্টি বিভিন্ন ধরনের আইন প্রয়োগকারী সরঞ্জামের বাণিজ্য ও ব্যবহার নিয়ন্ত্রণের জন্য নির্যাতনমুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়েছে।
 
তথ্যসূত্র: এএফপি ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit