আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ মার্চ) স্থানীয় সময় সকালে হাইফার লেভ হামিফ্রাৎজ মলে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইসরাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস (এমডিএ) ঘটনাস্থলেই ৭০ বছর বয়সি একজনকে মৃত ঘোষণা করেছে। আহতদের হাসপাতালের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
হামলারস্থল পরিদর্শন করেছেন ইসরাইলের পুলিশ প্রধান ড্যানিয়েল লেভি। পরে এক বিবৃতিতে তিনি বলেন, হাইফায় আজ সকালে ছুরিকাঘাতের ঘটনায় হামলাকারীর পরিচয় শনাক্তে আইন প্রয়োগকারী সংস্থা কাজ করছে। সন্ত্রাসীর পরিচয় এখনও স্পষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি।
এর আগে ২০ ফেব্রুয়ারি ইসরাইলের বাত ইয়াম শহরে অন্তত তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটে। তেল আবিবের দক্ষিণে অবস্থিত শহরটিতে আলাদা তিনটি পার্কিং এলাকায় খালি বাসে এই বিস্ফোরণ ঘটে।
এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহতে ইসরাইলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে।
কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৫,/বিকাল ৫:০৫