এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রকৌশলী তাসমিন জাহান, চৌগাছা থানার ওসি তদন্ত কামাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মোমিনুর রহমান, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইয়াসিন, বিজিবি প্রতিনিধি।
এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং চুরিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নানা বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষায় বেশি বেশি মোবাইল কোর্ট করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম সভায় বলেন, মাদক ও বাল্য বিয়ের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। সকলের সম্মিলিত প্রয়াসে আমরা চৌগাছা উপজেলাকে একটি সুন্দর উপজেলা হিসেবে গড়তে চাই।
কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:২৮