আন্তর্জাতিক ডেস্ক : বাইডেন প্রশাসনকে ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য ২ কোটি ১০ লাখ ডলার সাহায্যের জন্য দুর্নীতির অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। এর সঙ্গে দক্ষিণ এশিয়ার ‘রাজনৈতিক পরিমণ্ডল’ শক্তিশালী করণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ২৯ মিলিয়ন ডলার অর্থ সহায়তা কথাও উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) গত ১৬ ফেব্রুয়ারি জানায়, বাংলাদেশের জন্য ইউএসএইডের এই সহায়তা বাতিল করা হয়েছে। তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কী। এটির মানে কী? এছাড়া ভারতে ভোটদানে উৎসাহিত করতে ২১ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আর ২১ মিলিয়ন ডলার যাচ্ছে (গেছে) আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদির কাছে ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য। আমরা ভারতকে এজন্য ২১ মিলিয়ন ডলার দিচ্ছি। আমাদের ব্যাপারে কী? আমিও ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪৮