রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোগর এমপাড়া গ্রামের মৃত কালু দাসের ছেলে শ্রী বিরেন দাস (২০)কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১) এর দফা ‘গ’ লঙ্ঘনের দায়ে ৩৬(১) এর ২১ নং ক্রমিক অনুযায়ী দোষী সাব্যস্ত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে তিন (০৩) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:১২