এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা শেষে পুস্কার ও সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী ) সকালে এ মেলার সমাপ্তী অনুষ্ঠান করা হয়। রবিবার থেকে শুরু হয় এ মেলা। উপজেলা চত্বরে এ মেলায় ১৪টি ষ্টল দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার আবু তালহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর শস্য খামারবাড়ীর উপ-পরিচালক আবু জাফর মোহাম্মদ ওবাইদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবতী, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা উৎভিদ সংরক্ষণ কর্মকর্তা শামিম খান,।
অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হকের পরিচালনায় বক্তৃতা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, ফয়সাল হোসেন, তাপস কুমার, রাশেদুল ইসলাম, মনিরুল ইসলাম, গোলাম হোসেন প্রমুখ।জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার আবু তালহা বলেন, যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে আরো বেশি জানতে পারবে কৃষকরা। এতে চাষিদের মধ্যে আগ্রহ বাড়বে।
কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৪০