সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গাছে আটকে ঝুলে ছিলেন পর্যটক, কক্সবাজার সৈকতে প্যারাসেলিং বন্ধের নির্দেশ কুমিল্লায় মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ২ হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা, একাংশের বিক্ষোভ মিছিল সিডনিতে রুশ কনস্যুলেটের গেটে গাড়ি ধাক্কা, একজন গ্রেপ্তার পাখি ডিম পাড়ায় এক মাসের জন্য স্টেডিয়াম বন্ধ! বাংলাদেশি শর্টফিল্ম ‘লোক’ যাচ্ছে আমেরিকার ফ্যান্টাস্টিক ফেস্টে মোদি-শি বৈঠক, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার নেই: নাহিদ ইসলাম জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে হাতকাটা টিপু সহ ৪ জন গ্রেফতার 

২৭ বছর পর দিল্লির মসনদে বসছে বিজেপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণের পরপরই একাধিক সংস্থা তাদের বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, দিল্লি বিধানসভায় কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ২৭ বছর পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে। বর্তমান শাসক দল আম আদমি পার্টি (এএপি) দ্বিতীয় স্থানে থাকতে পারে এবং কংগ্রেসের ভরাডুবির ইঙ্গিত পাওয়া গেছে জরিপ থেকে।

ডিভি রিসার্চের বুথফেরত জরিপ অনুসারে, বিজেপি ৩৬-৪৪টি এবং এএপি ২৬-৩৪টি করে আসন পেতে পারে, কিন্তু কংগ্রেস কোনো আসন পাবে না। ম্যাট্রাইজের জরিপ অনুসারে বিজেপি ৩৫-৪০টি ও এএপি ৩২-৩৭টি আসন পেতে পারে এবং কংগ্রেস পেতে পারে বড়জোর ১টি আসন। পি-মার্কের জরিপে বিজেপি জোটের ৩৯-৪৯ টি, এএপির ২১-৩১ ও কংগ্রেসের ০-১টি আসন পাওয়ার পূর্বাভাস দিয়েছে।

তবে, মাইন্ড ব্রিঙ্ক ও উইপ্রেসাইড নামক দুটি সংস্থা এএপির জয়ের পূর্বাভাস দিয়েছে। মাইন্ড ব্রিঙ্ক এএপিকে ৪৪-৪৯ টি, বিজেপিকে ২১-২৫টি ও কংগ্রেসকে সর্বোচ্চ ১টি আসন দিয়েছে। উইপ্রেসাইড এএপিকে ৪৬-৫২ টি, বিজেপি জোটকে ১৮-২৩ ও কংগ্রেসকে ০-১টি আসন দিয়েছে।

এএপি নেতা সৌরভ ভারদ্বাজ বুথফেরত জরিপ প্রত্যাখ্যান করে বলেন, আমরা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব।দলের মুখপাত্র প্রিয়াঙ্কা কক্করও বলেন, বুথফেরত জরিপ কখনোই এএপির সঠিক পূর্বাভাস দেয়নি, এবারও ব্যতিক্রম হবে না। তবে বিজেপির দিল্লি সভাপতি বীরেন্দ্র সচদেবা বুথফেরত জরিপকে স্বাগত জানিয়ে বলেন, ৮ ফেব্রুয়ারি আমাদের জয় আরও উজ্জ্বল হবে।

এর আগে, বুধবার ৭০টি আসনে ভোট হয়। দিল্লির ১ কোটি ৫৬ লাখ ভোটারের জন্য ১৩ হাজার ৭৬৬টি কেন্দ্র স্থাপন করা হয়। ৬৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এ নির্বাচনে। এতে এএপি ও কংগ্রেস ৭০টি করে ও বিজেপি ৬৮টি আসনে প্রার্থী দিয়েছিল।

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল নয়াদিল্লি আসনে লড়েন। তার বিপরীতে বিজেপি ও কংগ্রেস যথাক্রমে পরবেশ সাহিব সিং ও সন্দীপ দীক্ষিতকে প্রার্থী করেছিল। কালকাজিতে এএপির হয়ে অতিশী মারলেনা এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রমেশ বিদুরি ও অলকা লাম্বা প্রতিদ্বন্দ্বিতা করেন। জঙ্গপুরায় মণীশ সিসোদিয়ার প্রতিদ্বন্দ্বী ছিলেন তারভিন্দর সিং মারওয়া (বিজেপি) ও ফারহাদ সুরি (কংগ্রেস)।

এএপি বলছে, প্রকৃত ফলে আমরা বিশাল জয় পাব। তবে বিজেপি বলছে, দিল্লির মানুষ পরিবর্তন চেয়েছে। কারা জিতবে না ৮ ফেব্রুয়ারি স্পষ্ট হয়ে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit