স্পোর্টস ডেস্ক : ধীরে ধীরে ম্যাচ জমিয়ে তুলছিল রংপুর রাইডার্স। সমর্থকদের ক্ষীণ আশা ছিল ম্যাচ জয়ের। তবে সেই আশা ধূলিসাৎ করে দেন হায়দার আলী। দুর্দান্ত ব্যাটিংয়ে এই পাকিস্তানি ব্যাটার চিটাগং কিংসকে প্রায় প্লে-অফেই তুলে ফেলেছেন।
ডানহাতি এই ব্যাটার বলেন, আস্কিং রান রেট ৮-এর মতো ছিল। তখন আমার ভাবনা ছিল ১-২ ওভার কাজে লাগাতে হবে। ২টি ছক্কা হাঁকালেই মোমেন্টাম পেয়ে যাই। এরপর সেটাই ধরে রেখেছি মাত্র। অনেকের যখন লিগ পর্বের খেলা শেষ, কিংবা একটা ম্যাচ বাকি, চিটাগংয়ের তখন এই ম্যাচ শেষেও বাকি আরও দুটি ম্যাচ।
এ বিষয়টি তাদের প্লে-অফের হিসেব-নিকেশ কষতে সুবিধা দিচ্ছে কি না, এমন প্রশ্ন করা হয় হায়দার আলীকে। জবাবে পাকিস্তানি এই ব্যাটার বলেন, আজকের ম্যাচের পর আরও দুটি ম্যাচ বাকি। এটা সূচির ব্যাপার। ব্যাপারটা আমাদের হিসেব-নিকেশে সুবিধা করে দিয়েছে, এমনটা নয়। ক্রিকেট মানসিক খেলা। কখনো খেলায় বিরতি থাকবে, কখনো লাগাতার ম্যাচ থাকবে। ব্যাপারটা আমাদের সুবিধা দিয়েছে এমন নয়। অন্য আট-দশটা সাধারণ ম্যাচের মতই।
এবারের বিপিএলে রীতিমত উড়ছিল রংপুর রাইডার্স। টানা ৮ জয়ে সবার আগে নিশ্চিত করে ফেলেছিল প্লে-অফও। তবে এরপরই ঘটে ছন্দপতন। দুর্বার রাজশাহীর কাছে টানা দুই ম্যাচে হারার পর বুধবার চিটাগং কিংসের কাছেও হেরেছে রংপুর। এ নিয়ে টানা ৮ ম্যাচ জেতার পর টানা ৩ ম্যাচ হারলো রংপুর রাইডার্স।
এদিন চিটাগংয়ের বিরুদ্ধে আগে ব্যাট করতে নেমে ১৪৩ রানের পুঁজি দাঁড় করায় রংপুর। জবাবে ১৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় চিটাগং কিংস। এই জয়ের ফলে প্লে-অফে এক পা দিয়ে দিল চিটাগং। রংপুর এবং বরিশাল নিজেদের বাকি সব ম্যাচ হারলে এবং চিটাগং নিজেদের বাকি সব ম্যাচে জিতলে কোয়ালিফায়ারে যাওয়ার সুযোগও থাকবে চিটাগং কিংসের সামনে।
কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৫,/রাত ৯:০০