আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম সম্প্রতি লাহোরের ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করেন। শুধু তা-ই নয়, একটি ক্লাসরুমে গিয়ে তার বিখ্যাত ‘আদাত’ গানটি পরিবেশন করে সবাইকে চমকে দেন।
আতিফ আসলামের সেই গানের ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গায়ক তার গিটার বাজিয়ে ক্লাসরুমে ঘুরে ঘুরে গান করছেন। তবে তার পারফরম্যান্সের সময় ছাত্রছাত্রীরা বেশিরভাগই শান্ত ছিল। কেউ কেউ তার উপস্থিতি পর্যন্ত তেমনভাবে আমলে নেয়নি।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বিষয়টি দেখে রীতিমত বিস্মিত হয়েছেন। কেউ কেউ তাদেরকে ‘সবচেয়ে খারাপ শ্রোতা’ বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে প্রশ্ন তুলেছেন, কেন তারা এই বিখ্যাত শিল্পীর সঙ্গে আরও বেশি জড়িত হয়নি?
আরেকজন মন্তব্য করেছেন, ‘জেনারেশন জেড আসলে কিংবদন্তিদের সঙ্গে মেলামেশা করতে জানে না’। অন্য একজন মজা করে লিখেছেন, ‘আতিফ আসলাম ভুল করে বড়লোকদের স্কুলে চলে গেছেন’। আতিফ আসলাম মূলত দক্ষিণ এশিয়ার সঙ্গীত জগতে একজন প্রখ্যাত ব্যক্তিত্ব। তিনি ‘তু জানে না,’ ‘তেরে বিন’ এবং ‘হোনা থা পেয়ার’-এর মতো জনপ্রিয় সব গান উপহার দিয়েছেন।
তার ওই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অবশ্য মিশ্র প্রতিক্রিয়াই জানিয়েছেন সবাই। কেউ কেউ ছাত্রছাত্রীদের সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখার ইচ্ছাকে সমর্থন করেছেন। আবার কেউ কেউ এই বলে দুঃখ প্রকাশ করেছেন যে, সঙ্গীতের প্রতি মানুষের আগ্রহ এবং সংযোগ হারিয়ে যাচ্ছে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০৮