স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে ৫১ জন জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরষ্কতার বিতরণ শেষে সন্ধ্যায় ৫১ জনকে সংবর্ধনা প্রদান করা হয়।প্রধান শিক্ষক এম এম তছির উদ্দীনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহীতোষ কুমার দে, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, আসাদুজ্জামান রয়েল, সহকারি অধ্যাপক বাবুল আকতার, আবদুর রউফ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ৫৮ জন শিক্ষার্থী ২০২৪ সালে এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে ৫১ জন জিপিএ-৫ অর্জনকারীকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, এসএসসি পরিক্ষার ফলাফলে উপজেলার মধ্যে সরকারি বালিকা বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করায় ৫১ জন জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০৪