এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেপইন অনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া এলাকায় ‘ঢাকা প্রি ক্যাডেট স্কুলে এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেপইন অনষ্ঠিত হয়।
চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ ফ্রি ব্লাড গ্রুপং ক্যাম্পেপইন করা হয়। রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেপইন অনুষ্ঠিত হয়েছে। “স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই শ্লোগানকে বাস্তবে রুপান্তরিত করতে ১৫০ জনকে ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।
সংগঠনের সভাপতি বকতিয়ার হোসেন বলেন, “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই শ্লোগানকে ধারণ করে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ ও মানব কল্যাণে সব সময় কাজ করে চলেছে। ভবিষ্যতেও এই সকল কাজ করে যাবেন সংগঠনের সদস্যরা।
কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫০