স্পোর্টস ডেস্ক : রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগে তামিমের নামের পাশে ছিল ৭ হাজার ৯৯১ রান। রংপুরের বিপক্ষে ৪১ রান করে ৮ হাজার রান পূর্ণ করেছেন তামিম। টি-টোয়েন্টিতে তার রান এখনও ৮ হাজার ৩১। এই ফরম্যাটে ৪টি সেঞ্চুরি করেছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসানের দ্বিতীয় সর্বোচ্চ রান (৭ হাজার ৪৩৮। আর কারো ৭ হাজার রান নেই। মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন ৬ হাজারি ক্লাবে।
কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ১১:০৮