মো: সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : শীতে গরীব দুখী মানুষের কথা চিন্তা করে তাদের শীত নিবারনের লক্ষে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন মানবতা সমাজ কল্যান সংস্থা। নরসিংদীতে মানবতা সমাজ কল্যাণ সংস্থার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গরীব, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শীতার্ত কম্বল পাওয়া মানুষেরা এই কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন প্রতি বছরের মতো এবারও আমরা এই সংস্থা থেকে কম্বল পেয়েছি। যারা আমাদের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করেছেন তাদের জন্য আমারা দোয়া করি তারা যেনো সবসময় আমাদের মতো গরীব দুখী মানুষের পাশে দাঁড়াতে পারেন।
বুধবার বিকেলে উপজেলার মডেল মসজিদ এলাকায় এ শীতবস্ত্র বিতরণে মানবতা সমাজ কল্যাণ সংস্থা নরসিংদী এর সভাপতি মোঃ অভি ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাঈনুদ্দিন ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন মানবতা সমাজ কল্যাণ সংস্থা নরসিংদীর সহ-সভাপতি ফয়সাল আহমেদ রাফি,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান তামিমসহ সংস্থার অন্যান্য সদস্যরা।
কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:৫১