শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : প্রেম ও দ্রোহের কবি, নেত্রকোণার কৃতি সন্তান কবি হেলাল হাফিজের প্রয়াণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা নাগরিক সমাজের আয়োজনের সোমবার রাতে নেত্রকোণা জেলা প্রেসক্লাবে শোকসভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় শোক সভায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন, প্রধান আলোচক কবি রেজাউদ্দিন স্টালিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এছাড়াও বক্তব্য দেন, প্রফেসর ননী গোপাল সরকার,ছড়াকার সাংবাদিক শ্যামলেন্দু পাল, অবসরপ্রাপ্ত অধ্যাপক রুহুল আমিনসহ লেখক, সাংবাদিক এবং সাংস্কৃতি কর্মীরা। কবির স্মরণে কবিতা আবৃত্তি করা হয়।
কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০৪