লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : ময়মনসিংহের কাচারি ঘাটে – “বালু উত্তোলনে সকল বাঁধা দূর কর , শ্রমিকদের রেশনিং ভাতা চালু কর ” এই সকল দাবি সামনে নিয়ে ময়মনসিংহ বালু শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ২২ ডিসেম্বর বালু শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে কাচারি ঘাটে অনুষ্ঠিত হয়েছে । উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক রুহুল আমিন । এছাড়া আরো বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন নেতা মাহবুব বিন ছাইফ , সাংবাদিক জাহাঙ্গীর , বালু বিক্রেতা সমিতির সভাপতি মোঃ শামছু , এড. এমদাদুল হক মিল্লত , আব্দুর রাজ্জাক , শ্রী কমল বসাক , মকবুল হোসেন প্রমূখ ।
কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২২