বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির পরিচালক অ্যাটলি শাহরুখ খানের হাত ধরেই বলিউডে অভিষেক হয়। দ্বিতীয় সিনেমায় সহপ্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি। এবার তৃতীয় সিনেমায় সালমান খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অ্যাটলি।হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, জওয়ান সিনেমায় অসাধারণ সাফল্যের পর বলিউডে খ্যাতি অর্জন করেছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি। কিং খান শাহরুখের পর এবার সালমান খানকে নিয়ে সিনেমা করতে ইচ্ছুক পরিচালক।
জওয়ান সিনেমাটি বক্স অফিসে উপার্জন করেছিল প্রায় ১১৪৮.৩২ কোটি টাকা। শাহরুখ খান ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছিলেন নয়নতারা, সঞ্জয় দত্ত, বিজয় সেতুপতিসহ আরও অনেকে। এবার নতুন একটি প্রকল্প শুরু করতে চলেছেন পরিচালক। পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে অ্যাটলি বলেন, নতুন সিনেমার স্ক্রিপ্ট মোটামুটি রেডি।
ঈশ্বরের আশীর্বাদে খুব তাড়াতাড়ি নতুন সিনেমার কাজ শুরু হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী সিনেমা ‘এ-সিক্স’-এ আপনি শুধু সালমান খান নয়, দেখতে পাবেন বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত ও কমল হাসানকেও। ‘এ-সিক্স’ নিয়ে পরিচালক বলেন, ‘এ-সিক্স’ সিনেমাটি নিয়ে অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে। তবে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ— ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন সব কিছু ঠিক থাকে এবং সঠিক সময়ে কাজ শুরু করতে পারি আমি।
তবে শুধু অ্যাটলি নয়, নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বসিত ‘বেবি জন’ অভিনেতা বরুণ ধাওয়ানও। তিনি বলেন, যখনই এ খবর শুনেছি, আমি ভীষণ উচ্ছ্বসিত। গোটা ব্যাপারটা ভাবলেই যেন আনন্দ হচ্ছে। দারুণ একটা সিনেমা আমরা উপহার পেতে চলেছি আরও একবার। প্রসঙ্গত, অ্যাটলি প্রযোজিত সিনেমা ‘বেবি জন’ আগামী ২৫ ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে মুক্তি পাচ্ছে। বরুণ ধাওয়ান ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ, সালমান খান, ওয়ামিকা গাব্বি। অ্যাটলি পরিচালিত থেরি সিনেমার রিমেক মনে হলেও এ সিনেমাটির গল্প একেবারে অন্যরকমভাবে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
কিছু দিন আগে কপিল শর্মা শোয়ে অতিথি হয়ে এসেছিলেন পরিচালক অ্যাটলি। কপিল শর্মার সঙ্গে কথোপকথনের সময় হঠাৎ করে যখন কপিল পরিচালককে জিজ্ঞাসা করেন, প্রথম দর্শনে কেউ কি চিনতে পারেন পরিচালককে? কপিলের ব্যঙ্গাত্মক প্রশ্নের উত্তর দিতে গিয়ে অ্যাটলি বলেন, মানুষকে তার রূপ দেখে বিচার করা উচিত নয়। মানুষের মন বড় হওয়া উচিত। অ্যাটলির এ কথায় সমর্থন জানিয়ে নেট দুনিয়ার বাসিন্দারা একহাত নিয়েছিলেন কপিলকে।
কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:০০