স্পোর্টস ডেস্ক : ইকবাল হোসেন ইমন পেলেন তিন উইকেট, তাতে অল্পতে আটকে যায় রাজশাহী। পরে রান তাড়ায় নেমে ঢাকার হয়ে হাফ সেঞ্চুরি করেন জাওয়াদ আবরার।
৪ চার ও ১ ছক্কায় ২৬ বলে ৩৭ রান করেন তাওহীদ হৃদয়। ১৯ বলে ৩২ রান আসে সাব্বির হোসেনের ব্যাটে। ৪ ওভারে ২৬ রান দিয়ে ঢাকার হয়ে তিন উইকেট নেন ইকবাল হোসেন ইমন। দুই উইকেট করে পান নাজমুল ইসলাম অপু ও সুমন খান।
রান তাড়ায় নেমে ঢাকার হয়ে হাফ সেঞ্চুরি করেন জাওয়াদ আবরার। ৬ চার ও ৪ ছক্কায় ৩৯ বলে ৬২ রান করেন তিনি। ২৩ বলে ৩৩ রান আসে রনি তালুকদারের ব্যাটে।
মূল মাঠে রংপুরের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে ঢাকা মেট্টো। শুরুতে ব্যাট করে ১৯ ওভার ৩ বল হাত ঘুরিয়ে ১২৫ রানে অলআউট হয় রংপুর। পরে ১৫ ওভার ৩ বলেই লক্ষ্য তাড়া করে মেট্রো।
রংপুরের হয়ে ২৩ বলে ৪৭ রান করে আলাউদ্দিন বাবু। ২৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন এনামুল হক। ঢাকা মেট্রোর হয়ে তিন উইকেট করে নেন আলিস আল ইসলাম ও আবু হায়দার রনি।
রান তাড়ায় নেমে মেট্রোর হয়ে ৩৭ বলে ৫৪ রান করেন সাদমান ইসলাম। ৩০ বলে ২৯ রান করেন আনিসুল ইসলাম। ২ ওভারে ৩ বল হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে দুই উইকেট নেন বাবু।
কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০৫