স্পোর্টস ডেস্ক : গত সপ্তাহে টেস্ট ব্যাটারদের শীর্ষে জায়গা করে নিয়েছিলেন হ্যারি ব্রুক। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ফর্ম না দেখাতে পারায় সিংহাসন ধরে রাখতে পারেননি তিনি।
র্যাংকিংয়ে উন্নতি হয়েছে টম ল্যাথামেরও। ৬ ধাপ এগিয়ে তিনি আছেন ৩১তম স্থানে। এছাড়া ১৩ ধাপ উন্নতিতে ৩৬ নম্বরে আছেন উইল ইয়াং। এদিকে বোলারদের র্যাংকিংয়ে এগিয়েছেন ম্যাট হেনরি। ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নিয়ে তিনি এখন অবস্থান করছেন সপ্তম স্থানে।
উইল ও’রোকও এগিয়েছেন ১৪ ধাপ। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফের সঙ্গে তিনি যৌথভাবে আছেন ৩০ নম্বরে। এছাড়া ৬ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে মিচেল স্যান্টনার। এই ম্যাচে ৫ উইকেট নিয়ে ৮ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে এসেছেন ইংলিশ পেসার ম্যাথু পটস। ৪টি উইকেট পাওয়া গাস অ্যাটকিনসনের উন্নতি ৩ ধাপ, তার অবস্থান চতুর্দশ।
কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৫