স্পোর্টস ডেস্ক : এবারের বর্ডার গাভাস্কার ট্রফির লড়াইটা শুরু হয়েছিল জয়সওয়াল ও মিচেল স্টার্কের মধ্যে। পার্থে সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ওভারে শূন্য রানে ভারতীয় ওপেনারকে তুলেন নেন অজি পেসার। পরের ইনিংসে ১৬১ রান করে কড়া জবাব দেন জয়সওয়াল।
স্টার্ককে তিনি বলেছিলেন, বল খুব স্লো আসছে। নিরুপায় স্টার্ক শুধু হেসেছিলেন। কে জানত, ওই হাসির মধ্যে জয়সওয়ালকে কোণঠাসা করে ফেলার মতলব আটছেন তিনি। অ্যাডিলেডে মিলে তার প্রমাণ। ম্যাচের প্রথম বলটি এমনভাবে আউটসুইং করান যে জয়সওয়াল তাতেই শেষ।
গাব্বায়ও জয়সওয়ালের শিকারি স্টার্ক, এবার অবশ্য ইনিংসের দ্বিতীয় বলে। প্রথম বলে গালি-জোন দিয়ে চার মেরেছিলেন ২২ বছর বয়সি। বাঁহাতি স্টার্ককে দ্বিতীয় বলে করেছিলেন ফ্লিক। সেটা সোজা চলে যায় স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা মিচেল মার্শের হাতে। তিন টেস্টে তিনবার জয়সওয়ালকে শিকার করলেন স্টার্ক, সর্বোচ্চ ৩ বার উইকেট দিয়েছেন দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গারকেও।
দ্বিতীয় উইকেটের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্টার্ককে। পরের বার বল হাতে নিয়ে প্রথম বলে তুলে নেন শুভমান গিলের উইকেট। বিরাট কোহলি হন হ্যাজেলউডের শিকার। ৩ উইকেটে ২২ রান তোলার পর বৃষ্টি নামলে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। পরিস্থিতি কিছুটা ভালো হলে আবার খেলা শুরু হয়, ১১ বল পর আবার বৃষ্টি।
বারবার বৃষ্টির বেরসকিতার ম্যাচে দলীয় ৪৪ রানে পন্ত কামিন্সের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা ভারতের হাল ধরে রেখেছেন ওপেনিংয়ে স্থান পাওয়া লোকেশ রাহুল। হ্যাজেলউডের প্রথম বলে কব্জিতে আঘাত পাওয়া রাহুল ৬৪ বলে ৩৩ রান করে অপরাজিত। ভেজা মাঠ বলে শেষদিকে আর ব্যাট করতে হয়নি তাকে।
তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ভারতের রান ৫১। তারা এখনও পিছিয়ে ৩৯৪ রানে। রাহুলের সঙ্গী রোহিত শর্মা। ব্যাট করার বাকি রবীন্দ্র জাদেজা, নিতিশ কুমার রেড্ডি, বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপের। তারা ভারতকে কতক্ষণ লড়াইয়ে রাখতে পারেন সেটার জন্যই এখন অপেক্ষা। আগের দিন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের মুন্সিয়ানা ব্যাটিংয়ের বিপরীতে এক জাসপ্রিত বুমরাহই যা হুমকি হতে পেরেছেন।
হেড ১৫২ ও স্মিথ ১০১ রান করেন। দিনশেষে ৫টি উইকেট শিকার করেন বুমরাহ। সেনা কান্ট্রিগুলোতে (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা) অষ্টম ফাইফারে বুমরাহ টপকে গেলেন কপিল দেবকে। দেব সেনা দেশগুলোতে সাত বার ফাইবার নিয়েছেন। আজ বুমরাহ শিকার করেছেন আরও এক উইকেট। আলেক্স ক্যারি করেন ৭০।
কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৩০