স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। হাসমতউল্লাহ শহিদিকে অধিনায়ক করে ঘোষিত ১৮ সদস্যের স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় থাকা খেলোয়াড় আছেন ৭জন। গ্রোয়েন ইনজুরির কারণে চিকিৎসকদের পরামর্শে অনেকদিন থেকেই টেস্ট ফরম্যাটের বাইরে ছিলেন রশিদ খান। ২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার লাল বলের ক্রিকেটে খেলেছিলেন এই লেগি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক আহমাদ শাহ সুলিমানখিল একই বিবৃতিতে বলেন, ‘রশিদ খানের টেস্ট স্কোয়াডে ফেরাটা আমাদের লাল বলের ক্রিকেটে অগ্রযাত্রার জন্য ইতিবাচক ব্যাপার। দলের বাদবাকিরা সম্প্রতি নানগারহার প্রদেশে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করেছে, যেখানে ১৯জন খেলোয়াড় এবং সকল স্টাফরা একসঙ্গে কাজ করেছে এই সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে।’
এই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে মোট সাতজন খেলোয়াড় অভিষেকের অপেক্ষায় আছেন। যে তালিকায় আছেন- অলরাউন্ডার ইসমাত আলম, বাঁহাতি স্পিনার জহির শেহজাদ এবং বশির আহমেদ আফগান। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের কারণে তারা স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমাদ, রিয়াজ হাসান এবং সেদিকুল্লাহ আতালও অভিষেকের অপেক্ষায় আছেন। তারা নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে থাকলেও সেই টেস্টটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
এছাড়া রিজার্ভ খেলোয়াড় হিসেবে নাসির জামাল, জিয়া উর রহমান এবং মোহাম্মদ ইবরাহিমকে রাখা হয়েছে। আফগানিস্তানকে এই সিরিজ খেলতে হচ্ছে প্রধান কোচ জোনাথন ট্রটকে ছাড়াই। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ফরম্যাটে কোচের দায়িত্ব পালন করলেও ব্যক্তিগত কারণে টেস্টে তিনি কোচের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। সাবেক পেসার হামিদ হাসান এই টেস্ট সিরিজে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। তার সহকারি হিসেবে থাকছেন নওরোজ মঙ্গল।
সিরিজের দুটি টেস্টই বুলাওয়েতে অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের ২৬ তারিখ শুরু হয়ে এই সিরিজ শেশ হবে ৬ জানুয়ারি। আফগানিস্তানের টেস্ট স্কোয়াড: হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহঅধিনায়ক), ইকরাম আলিখিল (উইকেটকিপার), আফসার জাজাই (উইকেটকিপার), রিয়াজ হাসান, সেদিকুল্লাহ আতাল, আব্দুল মালিক, বাহির শাহ, ইসমাত আলম, আজমতউল্লাহ ওমরজাই, জহির খান, জিয়া উর রহমান, জহির শেহজাদ, রশিদ খান, ইয়ামিন আহমাদজাই, বশির আহমাদ, নাভিদ জাদরান এবং ফরিদ আহমাদ।
কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০২