লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ টাউন হলস্থ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম বেলা ১১ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফুল আলম, ময়মনসিংহের পুলিশ সুপার আজিজুল ইসলাম, ওসি কোতোয়ালী মোঃ সফিকুল ইসলাম খান।বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন শামসুদ্দিন।
পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বাকৃবি মসজিদের ইমাম ক্বারী মাওলানা মোফাজ্জল হোসেন, গীতা থেকে পাঠ করেন বাকৃবির পুরোহিত শ্রী কিশোর চক্রবর্তী ও বাইবেল থেকে পাঠ করেন তপন সিংমা।
কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০৮