স্পোর্টস ডেস্ক : এই ভেন্যুতে শনিবার (১৪ ডিসেম্বর) আবার ভারতের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। এবারও টিম ইন্ডিয়ার দলে আছেন টেস্টে ৭৪.৭১ স্ট্রাইক রেটে ব্যাট করা বিধ্বংসী পন্ত। পার্থে জিতে সুখে ভাসছিল ভারত। আর অ্যাডিলেডে হেরে চলে যায় ব্যাকফুটে। গাব্বায় তাদের ঘুরে দাঁড়ানোর ভালো সম্ভাবনা।
সেই সম্ভাবনাকে সম্ভাবনাতেই বিনষ্ট করে দিতে সেরা পেস আক্রমণ সাজিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের সেরা পেস অ্যাটাক বলতে যা বোঝায় বুঝেন তো! মিচেল স্টার্ক-প্যাট কামিন্স-জশ হ্যাজেলউড ত্রয়ী। সাম্প্রতিক সময়ে এই তিনজন বিধ্বংসী। একত্রে তাদের টেস্ট উইকেটসংখ্যা ৯২৬ (স্টার্ক ৩৬৯, কামিন্স ২৭৯, হ্যাজেলউড ২৭৮)। হ্যাজেলউড অ্যাডিলেড টেস্টে ছিলেন না।
অ্যাডিলেডে ১০ উইকেটের দাপুটে জয়ে ৫ উইকেট নিয়েছিলেন স্কট বোল্যান্ড। এরমধ্যে আছে শুভমান গিল, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলির মতো ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। গাব্বায় হ্যাজেলউডকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়লেন তিনি। বোল্যান্ড বাদ পড়ায় দুঃখ প্রকাশ করেছেন প্যাট কামিন্স। সাংবাদিকদের দলপতি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে গত ১৮ মাস ধরে বেশির ভাগ সময় তাকে বেঞ্চে কাটাতে হচ্ছে। যখনই সুযোগ পেয়েছে, দারুণ খেলেছে।’
পার্থে ৫ উইকেট নিয়েছিলেন হ্যাজেলউড। সাইডস্ট্রেনের চোটে পড়ায় অ্যাডিলেড টেস্ট খেলতে পারেননি। এক ম্যাচ পরই দলে ফিরলেন নিউ সাউথ ওয়েলসের ডানহাতি পেসার। তাকে নিয়ে প্যাট বলেন, ‘আপাতত ওর কোনো সমস্যা নেই। গতকাল ভালো বল করেছে। অ্যাডিলেডেও অবস্থা ভালো ছিল। ও নিজে আর মেডিক্যাল টিম যথেষ্ট আশাবাদী।’
অস্ট্রেলিয়া একাদশে আর কোনো পরিবর্তন নেই।
অস্ট্রেলিয়া একাদশ
উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, আলেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।
কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:০০