স্পোর্টস ডেস্ক : পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখা চেলসি অষ্টম মিনিটেই লিড নিতে পারতো। ডি-বক্সের ভেতর থেকে নেতোর নেয়া শট দারুণ ভাবে সেভ করেন আস্তানার গোলরক্ষক। তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্লুদের। ১৪তম মিনিটে মার্ক গুইউ চেলসিকে এগিয়ে দেয়।
নেতোর পাস ডি-বক্সের ভেতরে পেয়ে আস্তানার দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন এই স্প্যানিশ স্ট্রাইকার। এর চার মিনিট (১৮তম) পরই নিজেদের জালে বল পাঠিয়ে চেলসিকে গোল উপহার দেয় আস্তানা। নেতোর নেয়া নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান আস্তানার ডিফেন্ডার আলেকজান্ডার মারোচকিন।
৩৯তম মিনিটে চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন রেনাতো ভিগা। ডিউশবেরি হলের কর্নার থেকে হেডে গোল করেন ভিগা। ৪৫তম মিনিটে এক গোল শোধ দেয় আস্তানা। ডি-বক্সের ভেরত থেকে মারিন তোমাসভের শট নাগালে পাননি চেলসি গোলরক্ষক। ৩-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় চেলসি।
দ্বিতীয় হাফে আক্রমণের ধারা বজায় রাখে চেলসি। তবে গোল করতে পারেনি তারা। অপরদিকে ডিফেন্ড করেই দ্বিতীয় হাফ পার করে দেয় আস্তানা। শেষ পর্যন্ত ৩-১ গোলে শেষ হয় ম্যাচ। কনফারেন্স লিগে পাঁচ ম্যাচের সবকটিতে জিতে টেবিলের শীর্ষে রয়েছে চেলসি। আর ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ২৮তম স্থানে আস্তানা।
কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:০০