স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় আজ তৃতীয় ম্যাচে হয়তো একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। অতীতে দুই দল ৪৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে বাংলাদেশ ২১ আর উইন্ডিজ ২৩ ম্যাচে জয় লাভ করে।
তৃতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফেন রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, মারকুইনো মাইন্ডলি, গুদাকেশ মতি ও জেডেন সিলস।
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০০