লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : আজ বুধবার (১১ ডিসেম্বর, ২০২৪ খ্রি.) পুলিশ লাইনস্ জামালপুরের প্যারেড গ্রাউন্ডে সকাল ০৯.০০ ঘটিকায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে, রেঞ্জ ডিআইজি’স গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। প্যারেড পরিদর্শনে ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা মূল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।
পরিদর্শন শেষে সম্মানিত ডিআইজি মহোদয় তাঁর বক্তব্যে বলেন, পুলিশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয় বা স্ট্যান্ডার্ড বিনষ্ট হয় এমন আচরণ থেকে সকলকে বিরত রাখতে এবং স্মার্ট ও আইনী পুলিশ হিসেবে গড়ে তুলতে নিয়মিত প্যারেড অনুশীলনের বিকল্প নেই।
এছাড়া প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার-ফোর্সকে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসাধারণের সাথে উত্তম ব্যবহার, পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান-সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন
এবং দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য অফিসার- ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন। জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম মহোদয়-এর সার্বিক দিকনির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত গ্র্যান্ড মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সোহেল মাহমুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)।
উক্ত প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলার সকল পুলিশ ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৪৪