লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধি ময়মনসিংহ : ময়মনসিংহ পাটগুদাম ব্রীজমোড় এলাকায় সচ্ছ পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সহ চাঁদাবাজি , মাদক ব্যাবসা, জুয়ার মেলা, নির্মূল ও যাত্রী সেবায় মান উন্নয় যানজট মুক্ত টার্মিনাল গড়ে তুলতে ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি কর্তৃক কাজী আব্দুল ইনসান কে সভাপতি, সাদিক উল ইসলাম লিংকন কে সাধারন সম্পাদক ও বুলবুল আহমেদ সজীব কে সিনিয়র সদস্য করে ২৬ সদস্য বিশিষ্ট এক শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে ।
এ দিকে এ কমিটি গঠন হওয়ায় স্থানীয় এলাকা বাসী সচেতন মহল জিলা মটর মালিক সমিতির কর্ম কর্তা বৃন্দদের কে প্রানঢালা অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এক মন্তব্য বলেছেন নব গঠিত এ কমিটির নেতৃবৃন্দের সফল প্রচেষ্টায় সত্যিই টার্মিনাল এলাকার চাঁদাবাজি , মাদকের আগ্রাসন, জুয়ার আড্ডা নির্মূল হবে এবং যাত্রী সেবার মান উন্নয়ন সহ যানজট মুক্ত পরিবেশ গড়ে উঠবে , এ প্রত্যাশা জনসাধারণের।
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৫৪