স্পোর্টস ডেস্ক : সিরিয়ায় আসাদ সরকার পতনের পর পরিবর্তনের ঢেউ লেগেছে সিরিয়ার ফুটবলেও। আগের শাসন আমলে থাকা জাতীয় ফুটবল দলের কিট ও লোগোর রং পরিবর্তন করা হয়েছে।
বিরোধীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরই নতুন ঘোষণা দেয় সিরিয়ার ফুটবল ফেডারেশন। তারা এক বিবৃতিতে জানায়, পুরুষ জাতীয় দলটির লোগো ও জার্সির রংয়ে পরিবর্তন আনা হয়েছে। পূর্বে সিরিয়ার ফুটবল জার্সির প্রধান রং ছিল লাল, যা এখন থেকে সবুজ।
এসএফএ’র সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মেও লাল রংয়ের পরিবর্তে সবুজ রং ব্যবহৃত হচ্ছে। এক অনানুষ্ঠানিক ফুটবল পেজে সবুজ জার্সি পরা খেলোয়াড়দের একটি ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটি সিরিয়ার খেলার জগতে একটি ঐতিহাসিক পরিবর্তনের প্রতীক, যা স্বজনপ্রীতি, পক্ষপাত ও দুর্নীতিমুক্ত।’
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩