স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ-লিভারপুল দ্বৈরথ মানেই ইউরোপিয়ান ক্ল্যাসিক। আরও একবার মুখোমুখি হবে দুই হেভিওয়েট জায়ান্ট। যেখানে পরিস্কার ফেবারিট ইংলিশ ক্লাব। সাম্প্রতিক ফর্ম আর পয়েন্ট টেবিলের পার্থক্য, অ্যানফিল্ডে এগিয়ে রাখবে আর্নে স্লটের দলকে।
প্রিমিয়ার লিগের টেবিল টপাররা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম চার ম্যাচের চারটাই জিতেছে। লিভারপুলের এমন উড়তে থাকার মূল কারণ সালাহ। প্রিমিয়ার লিগে দলটার মোট গোল-অ্যাসিস্টের ৬৬ শতাংশের বেশি মালিক এই মিশরীয় তারকা। চ্যাম্পিয়ন্স লিগে অলরেডদের শেষ তিন ম্যাচে অন্তত একটি করে অ্যাসিট আছে তার।
রাইট উইং থেকে সালাহ মূলত বল ক্রিয়েট করেই বেশি ভোগাবেন রিয়াল মাদ্রিদকে। ডানপ্রান্ত থেকে আসা ১০ ক্রসের ৫টিতেই গোল করেছে লিভারপুল। চলতি চ্যাম্পিয়ন্স লিগে যা সর্বোচ্চ। তবে এই উইঙ্গার মূলত আলোচনায় অলরেডদের হয়ে নিজের ভবিষ্যত নিয়ে। রিয়াল ম্যাচের আগে সালাহর গুঞ্জন টিকিয়ে রাখলেন লিভারপুল বস।
লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, ‘মানুষ আমাকে এই নিয়ে বলছে। তবে আমি আগেও বলেছি, এসব জায়গায় আমি এ ব্যাপারে কথা বলতে চাই না। যতটুকু জানাতে পারি তা হচ্ছে আমার লাইন আপ নিয়ে। যেখানে না থাকার চেয়ে সালাহর থাকার সম্ভাবনা অনেক বেশি।’
এদিকে, ইনজুরি জর্জরিত রিয়াল শিবিরের জন্য অ্যানফিল্ডে অপেক্ষা করছে একটা দীর্ঘ রাত। নতুন ফরম্যাটে ধুঁকছে টুর্নামেন্টের সফলতম দল। ৪ ম্যাচে দুই হার। টেবিলের ২১ নম্বরে লস ব্ল্যঙ্কোস। সাথে ইনফর্ম ভিনিসিউসের না থাকা বাড়তি দুশ্চিন্তার কারণ। তবে গত সিজনের শুরু থেকে হিসেব টানলে, ব্রাজিলিয়ানকে ছাড়াও খুব একটা ভুগতে হয় না স্প্যানিশ জায়ান্টদের। সংখ্যাতত্ত্বের হিসেব বলছে, ভিনিকে ছাড়াই বেশি সফল রিয়াল।
কোচ আনচেলত্তিও দলের ইনজুরি সমস্যাকে দেখছেন উন্নতির সুযোগ হিসেবে। কার্লো আনচেলত্তি বলেন, ‘প্রতিপক্ষের চাহিদা বেশি এবং বেশ ভালো খেলছে। তবে অন্য সময়ের মতোই আমরা আত্মবিশ্বাসী। এই ম্যাচকে একটা সুযোগ হিসেবে দেখছি আমাদের সেরা ফর্মে ফেরার। আমি বেশ আত্মবিশ্বাসী যে, দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে।’
কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৪