মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

২৬ নভেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত কী ঘটেছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৪৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি১৩৭৯ – ইংল্যান্ডে অক্সফোর্ড নিউ কলেজ প্রতিষ্ঠিত হয়।

 
১৭০৩ – ইংল্যান্ডে এক প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ৮ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯২২ – ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং লর্ড কার্নারভন মিসরের ভ্যালি অব দি কিংসে অবস্থিত তুতাংখামেনের সমাধিগৃহে প্রবেশ করেন। দুই রঙ বিশিষ্ট টেকনিকালারে নির্মিত প্রথম ছবি টোল অব দ্য সি মুক্তি পেয়েছিল।
১৯৪৩ – যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়ন তেহরানে বৈঠকে বসে। বৈঠকে জার্মানির সঙ্গে যুদ্ধ পরিচালনার ব্যাপারসহ মিত্র পক্ষের দেশগুলোকে সহায়তা দেয়া এবং নিজেদের মধ্যে সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়।
১৯৪৯ – ভারতীয় গণপরিষদে দেশটির সংবিধান অনুমোদিত হয়।
১৯৫০ – চীনের বাহিনীর আক্রমণের ফলে কোরিয়া যুদ্ধের প্রকৃতি বদলে গিয়েছিল।
১৯৫৫ – সাবেক সোভিয়েত ইউনিয়ন অভাবনীয় শক্তিশালী হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।
১৯৭৬ – ‘মাইক্রোসফট’ নামটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয়।
১৯৮৯ – ৪২ বছর পর জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯১ – যুক্তরাষ্ট্র সমুদ্র তীরবর্তী বৃহত্তম একটি বিমান ঘাঁটি ফিলিপাইনের হাতে তুলে দেয়।
১৯৯২ – টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়েসি ক্রিকেটার হিসেবে (১৯ বছর ২২ দিন) শচীন টেন্ডুলকার ১ হাজার রান করেন।
২০০১ – নেপালে মাওবাদী বিদ্রোহীদের হামলায় ২৮০ জনের প্রাণহানি।
২০০৪ – জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ।
২০০৮- ভারতের মুম্বাই শহরে জঙ্গি হামলা হয়।
জন্ম

১৭৩১ – উইলিয়াম কাউপার, ইংরেজ কবি।

 
১৮৮৫ – দেবেন্দ্র মোহন বসু, প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান-প্রশাসক।
১৮৯০ – সুনীতিকুমার চট্টোপাধ্যায়, বাঙালি, ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
১৮৯৬ – গোকুলানন্দ গীতিস্বামী, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যের অন্যতম পথিকৃৎ।
১৮৯৮ – কার্ল জিগলার, নোবেলজয়ী জার্মান রসায়নবিদ।
১৯১১ – শ্যাম লাহা, বাংলা ও হিন্দি চলচ্চিত্রের কৌতুক অভিনেতা।
১৯১৯ – মুহম্মদ আবদুল হাই, ধ্বনি বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক।
১৯২১ – ভার্গিজ কুরিয়েন, ভারতে দুগ্ধ উৎপাদনে শ্বেত বিপ্লবের জনক।
১৯৫৪ – ভেলুপিল্লাই প্রভাকরণ, শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী দল লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের প্রতিষ্ঠাতা।
১৯৫৬ – অনামিকা সাহা, বাঙালি ভারতীয় অভিনেত্রী
১৯৭২ – অর্জুন রামপাল, ভারতীয় অভিনেতা, প্রযোজক, মডেল এবং টেলিভিশন উপস্থাপক।
 

মৃত্যু

১৮৫৭ – সুইস ভাষাবিজ্ঞানী ফের্দিনা দে সোসুর।

 
১৯২৩ – যাদব চন্দ্র চক্রবর্তী, গণিতবিদ।
১৯৪৯ – বিনয় কুমার সরকার, সমাজতাত্ত্বিক।
১৯৫০ – দ্বিজেন্দ্রনাথ মৈত্র, প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী।
২০০৭ – প্রশান্তকুমার পাল, রবীন্দ্রজীবনকার।
২০১৭ – রাহিজা খানম ঝুনু, বাংলাদেশি নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক।
২০২৩ – অমল মুখোপাধ্যায়, বামপন্থি শিক্ষাবিদ, কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যক্ষ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit