ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরের সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় একটি ফোম কারখানায় আগুন লেগেছে।
বুধবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাগরিকায় একটি ফোম কারখানায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩৪