আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডোমারে সড়ক দূর্ঘটনায় বাসের ধাক্কায় মফিজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহিত মফিজুল ইসলাম উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড দ্বারকামারী বাজার এলাকার চেরা মামুদের ছেলে ।ঘটনাটি ঘটেছে ডোমার চিলাহাটি সড়কে ধঞ্চনপুর বাজার সংলগ্ন। পরিবার সুত্রে জানাযায়, মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে মফিজুল ইসলাম ও তার ছেলে আলম বাবা ছেলে মিলে অটো ভ্যানে করে ডোমার বাজারের দিকে রওয়ানা হয়।
প্রতিমধ্যে ধঞ্চনপুর বাজার সংলগ্ন সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা তয়েজ পরিবহন বাসটি তাদের অটো ভ্যানটিকে ধাক্কা দিলে মফিজুল ইসলাম ভ্যান থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। ভ্যান চালক মনোয়ার হোসেন এবং মফিজুলের ছেলে আলম হোসেন মাধায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হয়। ছেলের চোখের সামনে বাবার এমন মর্মান্তিক মৃত্যু কোন ভাবে মেনে নিতে পাছে না আলম। পরে মফিজুলের পরিবারের লোকজন ঘটনা স্থলে আসলে তাদের কান্নায় এলাকার বাতাস যেন ভাড়ী হয়ে উঠে। এ সময় প্রায় ঘন্টা ব্যাপী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংবাদ পেয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, সঙ্গীয় ফোর্স এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনা স্থলে এসে মফিজুলের লাশ উদ্ধার করে এবং আহত ২ ব্যাক্তিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় তয়েজ পরিবহন বাসটি আটক করা হয়, তবে ঘাতক চালক ও হেলপার পালিয়ে যায়। অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বিষটি নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয় হবে।
কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৪,/রাত ১০:৩২