স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান সিরিজ খেলতে দুই ধাপে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে ভিসা জটিলতার কারণে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি নাহিদ রানা ও নাসুম আহমেদ।
গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এবারই প্রথম দলে ডাক পেয়েছেন নাসুম। টেস্ট ক্রিকেটে গতির ঝড় তোলায় বেশ কদিন ধরেই আলোচনায় নাহিদ। ওয়ানডে ফরম্যাটে এবারই প্রথম ডাক পেলেন তিনি।
এদিকে এর আগে শনিবার ৯ জন ও রোববার দলের ৪ জন সদস্য আমিরাতের উদ্দেশে উড়াল দেন। ৬, ৯, ১১ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-আফগানিস্তান।
আফগানিস্তান সিরিজের স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৪,/রাত ১০:৪০