স্পোর্টস ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, তাদের সংগঠন ইসলাম, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিগত দিনে সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিল, আছে এবং থাকবে।
মুফতি ফয়জুল আরও বলেন, জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠন বিশেষ ভ‚মিকা পালন করেছে। এতে সংগঠনের প্রায় ২৫ কর্মী শাহাদাতবরণ করেছেন এবং ৭ শতাধিক কর্মী আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান। আরও বত্তৃদ্ধতা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক মুহাম্মাদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা হাফেজ মুহাম্মাদ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মুহাম্মাদ নজরুল আহসান, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ প্রমুখ।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/রাত ১০:৩৪